অগ্নিবান ___জিসান হোসেন আরদিন
আজ নব যৌবন আর
উদ্দীপনা দোলা দেয়না
আজ অসুর বধের
মন্ত্রধ্বনি শোনা যায়না।
আজ ধ্বংসলীলায় মত্ত সারাবিশ্ব
বিধাতার রোষে সব হবেই একদিন নিঃস্ব।
আজ কালো থাবার শিকার অবলা নারী
সকল পাপের বিনাশ করতে আসবে মহামারী।
আজ মৃত শিশু ভাসে সাগর জলে
সুশীলরা যে যোগ দিয়েছে রাক্ষসদের দলে।
রক্তগেলা মানুষগুলো ধরেছে সাধুর ভেশ
প্রতিবাদের অগ্নিবান করবে তাদের শেষ।
প্রভুভক্ত পশুও আজ নিষ্ঠুরতার শিকার
এ পৃথিবী কবে করবে এদেরকে ধিক্কার?
একদিন সব আসহায়রা দাঁড়াবেই যে রুখে
সেদিন এসব রাক্ষসদের ধরবে কাপন বুকে।
ধ্বংস হবে খুনি,ধর্ষক আরও জঙ্গিবাদ
ধরণী সেদিন পাপের সাগরে গড়েই দেবে বাঁধ।
লিখা: জিসান হোসেন আরদিন,
বোরহান উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়।