অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। নির্মাতা অনন্য মামুন বিষয়টি গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন। সম্প্রতি অভিনেত্রী এই পরিচালকের ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিংয়ে অংশ নেন।
এ ব্যাপারে করোনা আক্রান্ত স্পর্শিয়া গণমাধ্যমকে জানান, সপ্তাহ খানেক আগে শরীরে জ্বর ছিল। দুর্বল লাগছিল। করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাসায় চিকিৎসা নিয়েছি।
ভয়ের কিছু নেই। আমি পুরোপুরিভাবে সুস্থ আছি।
স্পর্শিয়া আরও বলেন, বাসা থেকেই যাবতীয় কাজকর্ম করছি। লাইভ ইন্টার্ভিউতেও অংশ নিয়েছি।
আগামি মাসে আমার নতুন ছবির শুটিং। সেই কাজের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। যেহেতু সুস্থ রয়েছি, সামনে আবারও করোনা টেস্ট করাবো। সবার কাছে দোয়া চাই।
সূত্রঃবিডি-প্রতিদিন