ভারতে লকডাউনের কড়াকড়ি উঠতেই দৈনিক করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৭৮, ৮৩, ৮৩, ৮৬ ও ৯০ হাজার- গেল ক’দিন ধরে এভাবেই বাড়তে থাকে দৈনিক সংক্রমণ। মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে ৪২ লাখ। এতে সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ৬২ লাখ আক্রান্ত নিয়ে বিশ্বে এখন ভারতের ওপর শুধু যুক্তরাষ্ট্র।
নয়াদিল্লির ভাইরোলজিস্ট বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের যা ঊর্ধ্বগতি তাতে এই সপ্তাহেই হয়তো দৈনিক সংক্রমণ লাখ ছুঁতে পারে। ভারতে সরকারি ও বেসরকারি সব অফিস, আদালত থেকে শুরু করে মুক্তমঞ্চ, পাব, শপিংমলও খুলে গেছে। অর্থনীতির দোহাই দিয়ে নরেন্দ্র মোদি সরকার কার্যত স্বাভাবিক জনজীবন চালুর চেষ্টা করছে। এরপর মুম্বাই বা কলকাতার মতো জনবহুল শহরে লোকাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছে সরকার। দিল্লিতে সোমবার থেকে মেট্রো চালু হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর চালু হবে কলকাতায়।
বিশেষজ্ঞরা বলছেন, লোকাল ট্রেন ও মেট্রো চললে সংক্রমণ আরও বাড়বে। গত কয়েক দিনে ভারতে যেভাবে নতুন সংক্রমণ বাড়ছে, তা গোটা করোনাকালে বিশ্বের কোনো দেশে হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৯০ হাজার ৮০২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩০ হাজার ৫১৩ ও ১৪ হাজার ৫২১ জন। ৯০ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জনে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬২ লক্ষ ৭৬ হাজার। তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্ত ৪১ লাখ ৩৭ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের। এ নিয়ে দেশে মোট ৭১ হাজার ৬৪২ জনের প্রাণ কাড়ল করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন সাড়ে ২৬ হাজার। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৭ হাজার ৮৩৬। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৬ হাজার ৩৯৩। রাজধানী দিল্লিতে সংখ্যাটা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে।
এদিকে দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে প্রথম সারিতে রয়েছে ভারতের তিন অঙ্গরাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে ও কর্নাটক। গত কয়েক দিন ধরেই গড়ে ২০ হাজার দৈনিক সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। সোমবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৩ হাজার। অন্ধ্রপ্রদেশের চিত্রটা একইরকম। গত এক মাস ধরে সেখানে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। আগস্টে কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর সেপ্টেম্বরের শুরু থেকেই কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। ৯ হাজারের উপরে উঠেছে ওই রাজ্যের দৈনিক সংক্রমণ।
সূত্রঃদৈনিক যুগান্তর