নীলফামারীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসএসএস এর পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নার্গিস বেগমের হাতে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস ( এসএসএস) এর পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন দিনাজপুর যোনের যোনাল ম্যানেজার জনাব সাহীন মামুদ।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোস্তফা কামাল, দিনাজপুর যোন হিসাব কর্মকর্তা অরুন কুমার, কাজীরহাট শাখার শাখা ব্যবস্থাপক আল আমিন, শাখা হিসাবরক্ষক রুবেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা যায় বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তার ঘর, নগদ টাকা, আসবাপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ নার্গিস বেগম বলেন, আগুনে আমার সবকিছু শেষ করে ফেলছে। এখন আমার পথে বসা ছাড়া উপায় নেই। এমতাবস্থায় এসএসএস আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছে। এ উপকার আমি জীবনে ভুলতে পারবো না।
এ সময় যোনাল ম্যানেজার জনাব সাহীন মামুদ বলেল এসএসএস একটি মানবিক প্রতিষ্ঠান। সবসময় মানুষের কল্যানেই কাজ করে থাকে। একই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে এসএসএস। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।