আজ ভয়াল ১৩ মে, ১৯৯৬ সালের এই দিনে টাঙ্গাইলের ৬টি উপজেলায় আঘাত হেনেছিল টর্নেডো বা পুলয় কারি কালবৈশাখী ঝড়। শুরু গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, বাসাইল ও সখিপুর উপর দিয়ে ভয়ে যায় উপজেলার বরভিটা, বরখালী, হেমনগর, জয়নগর, আলমনগর, দিঘলহাটা, বরশিলা, বল্লা, রামপুর, ও মিরিকপুর সহ প্রায় ৪০টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর ঝড়ে ৫ শতাধিক মানুষ মারা যায়, সরকারি হিসাবে নিহত হয় ২৩৭ জন এবং বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামেই নিহত হয় ৮৩ জন
এতে আহত হয় প্রায় ১৪ হাজার মানুষ । এখনো সেই দিনের কথা মনে পরলে শিউরে উঠে মিরিকপুর এলাকাবাসি। বাসাইল উপজেলায় মিরিকপুর গ্রামে সব চেয়ে বেশি ক্ষতি ও নিহত হয়েছিল, এখনো গণ কবর দেখলে মনে পরে যায় সেই পূলয়কারির ঝড়ের কথা, বিদ্যালয়ে ১১ ছাত্র নিহত হয়।
ঝড়ে প্রাণ হাড়ানো নিহত ব্যক্তিদের স্মরন করতে মিরিকপুর গ্রামের স্কুল, মন্দিরে প্রাথনা করা হয়।