আজ সেই ভয়াল ১৩ মে, ১৯৯৬ সালের এই দিনে টাঙ্গাইলের ৬ টি উপজেলায় ভয়াল টর্নেডো কালবৈশাখীর ঝড় আঘাত হানে, মুহুর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ জনপদ, স্বজনহারাদের আর্তনাদে ভারি হয়ে যায় আকাশ বাতাস, টাঙ্গাইলের মানুষের কাছে এই দিনটি ছিল দুঃস্বপ্নের রাত। হাজার হাজার ঘরবাড়ি গবাদিপশু শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রায় সাড়ে ২৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়। ৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫-৬টি কাঁচাবাজার, প্রায় ২ হাজার গবাদিপশু, ১০ হাজার হাঁস-মুরগি, সাড়ে ৩০০ টিউবওয়েল ও ২৫ হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে মৃতের সংখা ২৩৭ জন, তার মধ্যে মিরিকপুর গ্রামে মারা যায় ৮৩ জন মানুষ। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখা ছিল আরো অনেক বেশি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাসাইল উপজেলায়।
২৬ বছর পার হয়ে গেলেও আজও ঘুরে দাঁড়াতে পারে নাই ক্ষতিগ্রস্ত পরিবার গুলো
আজো কালো মেঘের আনাগোনা দেখলে বাসাইলের মানুষের মনে ভেসে ওঠে সেই মিরিকপুরের ঝড়ের স্মৃতি।এখনো রাতের আধারে ভেসে আসে স্বজনহারাদের আর্তনাদ, গুমড়ে মুরছে উঠে ভয়াল থাপার ক্ষতগুলো। পশ্চিম আকাশে কালো মেঘ দেখলে আঁতকে উঠে বৃদ্ধরা কখন বুঝি আবারো আঘাত হানে ভয়াল টর্নেডো।
এই দিনে মিরিকপুর মন্দির ও স্কুলে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।