টাঙ্গাইলের বাসাইলে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো, একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়ন সংগঠন “বাসাইল ক্লাব”।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সখীপুরের হাতিবান্ধা তামিলঘরে এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনার পর আত্মপ্রকাশ করে “বাসাইল ক্লাব”,। পরে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের স্পনসর করেন আমেরিকা প্রবাসী এইচ এম মোর্শেদ শাহ্জাদা।
আলোচনা ও পরিচিত সভায় সভাপতিত্ব করেন বাসাইল ক্লাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেশসেরা কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক এম এ সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারি সচিব আমীন শরিফ সুপন।
এসময় বাসাইল ক্লাবের উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান রিপন, ক্লাবের সদস্য শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম তালহা, রিপন সিকদারসহ অন্যরা।