আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে ভয়াবহ বন্যায় ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আফগান বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, কাবুলের সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে বুধবার ভোররাতে বন্যার পানি প্রবেশ করে। পানির তীব্র স্রোতে ঘুমন্ত নারী, পুরুষ ও শিশুরা ভেসে যায় এবং বিধ্বস্ত হয় ৩০০ বাড়ি। উদ্ধারকারী দল এ পর্যন্ত ৭২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। অন্তত ৯০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, আফগানিস্তানের আরও আটটি প্রদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দেশটির মাইদান ও ওয়ারদাক প্রদেশে দুজন এবং নানগরহার প্রদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির এক মুখপাত্র এক টুইটে জানিয়েছেন, বন্যাদুর্গতের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। বন্যায় বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রঃরাইজিংবিডি ডটকম