সমাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সভা সমাবেশে সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরছেন।
এরই ধারাবাহিকতায় টাংগাইল-৬, (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু দলের পক্ষে ব্যতিক্রমী এ প্রচারণা চালাচ্ছে। তিনি এ আসনের প্রত্যন্ত এলাকার হাট-বাজার, পাড়া-মহল্লা ও বাস্তার মোড়ের চা’য়ের দোকানগুলোতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সব শ্রেণী পেশার মানুষের খুব কাছাকাছি গিয়ে চা চক্রের আড্ডার ফাঁকে তুলে ধরছে বঙ্গবন্ধু,স্বাধীনতা, বাংলাদেশ ও আওয়ামী লীগ কি? তুলে ধরছে শেখ হাসিনা ও তাঁর সরকারের সারা দেশব্যাপী ব্যাপক উন্নয়নের তথ্যচিত্র।
পরিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আবার রাখছেন। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা উল্লেখ করে দেশপ্রেমের এক অনণ্য উদাহরণ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ’কে তুলে ধরেন হিমু।
তারেক শামস খান হিমু গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের পক্ষে তথা জননেত্রী শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে জানামত দৃষ্টিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।