১৭ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রক্তাক্ত হচ্ছে বীরবাসিন্দা। চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে শক্তি প্রদর্শনের লড়াইয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা বিরাজ করছে ভোটারদের মধ্যে। নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট ও ফলাফল সম্পন্ন করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
গত ২ জুলাই রোববার রাতে ইউনিয়নের নোয়াবাড়িতে চেয়ারম্যান প্রার্থী ছোহরাব আলীর মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অভিযোগের তীর যায় নৌকার প্রার্থী আঃ খালেকের দিকে। পরদিন আবার আওয়ামীলীগ নেতারা ও নৌকার কর্মী-সমর্থকেরা নোয়াবাড়িতে গেলে এলাকাবাসীদের অবরোধের মুখে পড়েন। পুলিশের সহযোগীতায় তারা সেখান থেকে চলে আসেন। আগের দিনের ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ফের হামলার শিকার হোন ছোহরাব আলী। এসময় ধারালো অস্ত্রের কোপে আহত হোন তাঁর ভাতিজা লুৎফর রহমান। এরপর বার বার নৌকার কর্মী-সমর্থকেরা ছোহরাব আলীর ভোট ব্যাংক বলে পরিচিত সিংনাতে ঢুকতে পারেনি। এর প্রেক্ষিতে গত বুধবার রাতে ছোহরাব আলীর নির্বাচনের অন্যতম সমন্বয়ক প্রধান শিক্ষক আরিফুর রহমান প্রতিপক্ষের হামলায় ও অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হোন।
বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগ নেতা ও নৌকার কর্মী-সমর্থকেরা সিংনায় গেলে ছোহরাব আলীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন। এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজুসহ কমপক্ষে চারজন মারাত্মক আহত হোন। এবিষয়ে ছোহরাব আলী বলেন, রাজুর নেতৃত্বে বহিরাগত কিছু সন্ত্রাসী আমার একটি নির্বাাচনী ক্যাম্পে ভাঙচুর চালালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তাঁরা আহত হয়েছেন। এবিষয়ে নৌকার প্রার্থী আঃ খালেকের কাছে জানতে চাইলে পরে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
উল্লেখ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। সম্প্রতি বহিষ্কার হওয়া সভাপতি ছোহরাব মনোনয়ন না পেয়ে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। আনারস প্রতীকে লড়ছেন উপজেলা যুবলীগের সম্প্রতি বহিষ্কার হওয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম শিকদার।
লক্ষ্য আনারস না নৌকা-
আনারস, মোটরসাইকেল ও নৌকার নির্বাাচনী ক্যাম্প পাশাপাশি থাকলেও প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের দ্বারা মোটরসাইকেলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটলেও আনারসের ক্যাম্প অক্ষত থাকায় নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক, সচেতন ও সাধারন মহলে। গত বুধবার সরেজমিনে পূর্বাসিন্দা মোড়ে একটি চায়ের কয়েকজন যুবক বলাবলি করছিলেন তিনজনই আওয়ামী লীগের। সেলিম ও খালেক স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন। সেলিম বেশি ঘনিষ্ঠ হলেও গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার মনোনয়ন দিতে পারেনি। এমন একজনকে নৌকা দিয়েছে যে সেলিমের জন্য নিবেদিত। নৌকা দিলেও কারে যে পাশ করাবে। সাংবাদিক পরিচয়ে এবিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা সেখান থেকে চলে যান।
উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার সাথে এবিষয়ে আলাপকালে তাঁরা বলেছেন, উপজেলা যুবলীগের বিগত সম্মেলনের সময় সেলিমকে সাধারণ সম্পাদক করতে না পারায় তিনি (সাংসদ) বলেছিলেন তোমাকে বীরবাসিন্দার চেয়ারম্যান বানাবোই। গত স্থানীয় ও জেলা পরিষদ নির্বাচনগুলোতে তাঁর (সাংসদের) মনোনীতদের বিজয়ী করার নজিরের কথাও তুলে ধরেন তাঁরা। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নৌকা পরাজিত হলে তাঁর (সাংসদের) জবাবদিহিতার কথাও বলেন কেউ কেউ।