টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা বায়তুল ফালাহ্ জামে মসজিদের তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা প্রধান অতিথি সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, কোষাধ্যক্ষ ও কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে লিটন, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক নারায়ণ পোদ্দার, উপ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, সদস্য আসলাম সিদ্দিকী, সাবেক সদস্য হুমায়ুন খালিদ, কালিহাতী পৌর আ’লীগ সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক মিন্টু সরকার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ বেতডোবা বায়তুল ফালাহ্ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম (ফরিদ)।