টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনিযুক্ত আহবায়ক অপু শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সজিব হোসেন ও বিপ্লব প্রমুখ।
পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।