টাঙ্গাইলের সখিপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি ইউপি সদস্যদের অনাস্থার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউপি চেয়ারম্যান জামাল হোসেন।
বৃহস্পতিবার( ৯মে) বিকেল আনুমানিক ৫টার দিকে ইউনিয়ন পরিষদের পাশেই স্কুল মাঠে তার পরিষদের সংরক্ষিত ১জন নারী সদস্যসহ ৮জন ইউপি সদস্যের চেয়ারম্যানের প্রতি অনিয়মের অভিযোগে সখিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগের জবাবে বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে, জনগণের অধিকার রক্ষায় ইউপি সদস্যদের নিয়ে কাজ করছি। ইউনিয়ন পরিষদের সীমানা হিসেবে বরাদ্দ খুবই কম,তাই অনেক সময় নিজ থেকে ব্যয় করে প্রতিশ্রুতি রক্ষা করছি । ইউপি সদস্যদের টিসিবি কার্ড,বিদেশে পাঠানো কথা বলে বড় অঙ্কের টাকা আত্মাসাৎ এর যে অভিযোগ দায়ের করেছে তার সুনির্দিষ্ট কোন ভিত্তি নেই দাবি করেন। ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি তিনি রাজনীতির কুট-কৌশলের শিকার। তিনি আরও বলেন, আমার নির্বাচন থেকে শুরু করে ৫জুন স্থানীয় উপজেলা নির্বাচনে আমার ছেলে প্রার্থী হওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযোগে দাবি করা সহকারী লুৎফর রহমান বিষয়ে বলেন,সে পরিষদের কেউ নয়।তার ব্যক্তিগত কাজে মাঝে মাঝে পরিষদে আসত। মেম্বারদের সাথে খারাপ আচরণের মতো ঘটনা লক্ষ্য করিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন তার ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান,পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান মিয়া, সংরক্ষিত নারী সদস্য রুমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, আমার বাবা ৩ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান। বাবা তেমন লেখা জানেন না,জনগণের ভোটই তার পুঁজি। তার দাবি,চেয়ারম্যান কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।