অবসর পেলেই বসে যেতো নিজের বাসায় বাগান করতে । তার শখ ছিল বাগান করা । সারা শহর জুড়ে খুজে বেড়াতো নিজের বাগানের জন্য নতুন নতুন গাছ । গাছের প্রতি ছিল তার অন্য রকম ভালোবাসা । এই ভালোবাসা থেকেই সে উপলব্ধি করল বৃক্ষ প্রেমীদের কাছে বাগান করাটা কতটা কষ্টকর ব্যাপার।
বিভিন্ন জায়গা থেকে খুজে খুজে গাছ সংগ্রহ করা, গাছের জন্য মাটি প্রস্তুত করা, সঠিকভাবে গাছের পরিচর্যা করা, সব মিলিয়ে নতুন বাগানীদের রীতিমতো হিমসিম খেতে হয় । যার ফলে অনেকের বাগান করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় । এই সমস্যাগুলোকে সামনে রেখে শুরু হয় তার পথচলা । ভাবতে থাকে এর সমাধান।
এইসব সমস্যার ডিজিটাল সমাধান নিয়ে ২০১৫ সালে শুরু করে তার ব্যবসা ।হ্যা, বলছি বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেনিং কোম্পানি SkyFlora (স্কাইফ্লোরা) এর প্রতিষ্ঠাতা সাজিদ খানের কথা ।
২০১৫ সালে SkyFlora (স্কাইফ্লোরা) কোম্পানি প্রতিষ্ঠা করার পর গার্ডেনিং ইন্ডাস্ট্রিকে সফলভাবে ডিজিটাইজ করে খুব সহজে মানুষের কাছে পৌছে দিয়েছে।
SkyFlora (স্কাইফ্লোরা) বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেনিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবার পর বাংলাদেশের একমাত্র গার্ডেনিং কোম্পানি হিসেবে দেশের বাহিরে, ভারত এবং মালোশিয়াতের তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
বর্তমানে SkyFlora (স্কাইফ্লোরা) সারা বাংলাদেশ সহ বিশ্বের ৩ টি দেশে তাদের সেবা প্রদান করে আসছে এবং তাদের কোম্পানিতে ৬০ জনেরও বেশি কর্মী কাজ করছে।
গার্ডেনিংকেও ডিজিটাল এবং কত সহজে মানুষের নিকট পৌছে দেওয়া যায় তা তারা সফলভাবে করে দেখিয়েছে।
সাজিদ খান তরুন এক উদ্যােক্তা, যার জন্ম আমাদের টাঙ্গাইলে এবং এই অল্প বয়সেই যেভাবে তার শখ থেকে নিজেকে একজন সফল উদ্যােক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তা সকল তরুন প্রজন্মের কাছে দৃষ্টান্তসরূপ। আমাদের পক্ষ থেকে সাজিদ খান এবং তার কোম্পানি SkyFlora (স্কাইফ্লোরা) এর জন্য শুভকামনা রইল।