বরগুনার পাথরঘাটার মৎস্য বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। সেখানে প্রতিদিন ১ থেকে ২শ’ মেট্রিকটন ইলিশ বেচাকেনা হয়। কেজির ওপরে ইলিশে পাওয়া যাচ্ছে অনেক, তবে দাম তুলনামূলক একটু বেশি বলে জানিয়েছে পাইকারিরা। এরইমধ্যে রোববার (২৬ জুলাই) ওই মৎস্য বাজারে ২ কেজি ৭শ’ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার ৯শ’ টাকায়।
বিএফডিসি বাজারের পাইকারিরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই জেলেরা সাগরে গিয়ে ইলিশ মাছ ধরা শুরু করেছে। প্রত্যেক ট্রলারে সবারই জালে ইলিশ ধরা পড়ছে। বিএফডিসি পাইকারি মাছ বাজারে ৯৯ জন আড়ৎদার।
সবাই ট্রলার মালিকদের কমবেশি দাদন দিয়ে ট্রলার সাগরে পাঠিয়েছেন। তবে যেসব জেলেরা সাগরে মাছ ধরতে গেছেন তারা মালিক পক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে সুখবর দিচ্ছেন বলেও জানান তারা।
জেলেরা জানান, প্রত্যেক ট্রলারে ৮শ গ্রাম থেকে ২ কেজির ওপরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাবে। সংখ্যায় কম হলেও আগে এই ইলিশ নদীতে ধরা পড়ত। এখন সাগরে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।
সূত্রঃ সময় টিভি