নিউ মাইক্রোসফট এজ ব্রাউজারের নতুন একটি আপডেট ছেড়েছে মাইক্রোসফট। আপডেটটির নাম মাইক্রোসফট এজ ৮৫।
বাউজারটিতে কালেকশন ফিচারটির পরিধি আরও বাড়ানো হয়েছে। জনপ্রিয় ফিচারটির আপডেটে যুক্ত করা হয়েছে ‘কালেকশনস সেন্ড টু ওয়াননোট’ নামের একটি ফিচার। এটি ব্যবহারে কালেকশনগুলো মাইক্রোসফট এজ টু ওয়ান নোটের পাশাপাশি ওয়ার্ড ও এক্সেলেও পাঠানো যাবে। এজ ব্রাউজারের কালেকশন ফিচারের মাধ্যমে ওয়েব কনটেন্ট কালেক্ট, অর্গানাইজ ও শেয়ার করা যায়।
নতুন আপডেটে কালেকশন ফিচারটি আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মও সাপোর্ট করবে। ফলে ডেক্সটপ কম্পিউটার থেকে ফিচারটি মোবাইলেও সিঙ্ক করা যাবে।
এছাড়াও, অ্যান্ড্রয়েড থেকে ফ্যামিলি সেইফটি অ্যাপ ব্যবহারের সুবিধা এনেছে মাইক্রোসফট। শিশুরা কোন ধরণের কনটেন্ট দেখবে তা এই অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
এর পাশাপাশি নতুন আপডেটে মাইক্রোসফট বিল্ট ইন পিডিএফ রিডারেও যুক্ত হয়েছে হাইলাইট ও রিড এ লাউড স্ক্রিন রিডার সাপোর্ট। এটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ক্লাস করার ক্ষেত্রে সুবিধা পাবে।