জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ।
বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাংবাদিকদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য খান আহমেদ শুভ।
জিয়ারতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহীদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ সাবেক সভাপতি নিরঞ্জন পালসহ আড়াই শতাধিক নেতৃবৃন্দ।
টাঙ্গাইল-৭ আসনের পরপর চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। পরে ২০২২ সালের ১৬ জানুয়ারি উপনির্বাচনে খান আহমেদ শুভ বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথম এমপি নির্বাচিত হন। উপনির্বাচনে নির্বাচিত হয়ে দুই বছরের কম সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি দলের তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করেন এমপি শুভ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলে দলের উপজেলা কমিটির ৫৬ জন সিনিয়র নেতা তার বিরোধিতা করেন। তাকে পরাজিত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন। দলের বিপুল সংখ্যক নেতা নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও ব্যক্তিজনপ্রিয়তায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।