টাঙ্গাইলে করটিয়ায় “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আই এফ আই সি ব্যাংকের আয়োজনে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে করটিয়া শাহীন স্কুলে আইএফআইসি ব্যাংক করটিয়া শাখার ম্যানেজার মোঃ ফাহিম এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন শাহীন ক্যাডেট স্কুল করটিয়ার শাখার অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শাহীন ক্যাডেট স্কুলের প্রশাসনিক কর্মকর্তা জনাব মাহবুর আলম খান, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা শুভ সাহা, স্বর্ণা কর্মকার, মোঃ খালিদ বিন শাহজাহান, মোঃ নাঈমুর রহমান, নাটিয়াপাড়া উপশাখার কর্মকর্তা সাব্বির হোসেন। এসময় শাহীন স্কুলে শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংক কর্মকতা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় নারীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এমন সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।