করোনা ভাইরাসে আক্রান্ত নাফিস ইকবাল,মাশরাফী বিন মোর্ত্তজার পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাজমুল ইসলাম অপু।
তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে খেলা এ বাঁহাতি স্পিনার মহামারীর সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছিলেন।করোনা-দুর্গত মানুষের সাহায্যে কাজ করে চলা এ ক্রিকেটার নিজেই আক্রান্ত হলেন।
ক্রিকেট মাঠে উদযাপনে নাগিন ড্যান্স দিয়ে দর্শক মাতানো নাজমুল অসহায়দের খাদ্য সহায়তা দিতে ছুটে বেরিয়েছেন নিজ এলাকা নারায়ণগঞ্জের আনাচে-কানাচে।
গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন তিনি। ফিরে আসার পরই অসুস্থ হলে বুধবার করোনা টেস্ট করান।সাবেক-বর্তমান মিলিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তিন ক্রিকেটারের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ এলো একইদিনে।