করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যার পর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এদিন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি জানা গেলেও ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা জানা যায়নি। পরে অমিতাভের অফিশিয়াল টুইটে তার করোনা পজিটিভ এর সংবাদটি জানানো হয়।
টুইটে বলা হয়, অমিতাভ বচ্চনের কোভিড-১৯ এর ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার পরিবারের অন্য সদস্যদের করোনা পজিটিভ কিনা, এখনো জানা যায়নি। তাদেরও করোনা টেস্ট করা হচ্ছে।
তিনি সবার কাছে অনুরোধ করে বলেন, গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন সবাইকে করোনা টেস্ট করানোর অনুরোধ করছি।
করোনার মধ্যেই সম্প্রতি অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’। যে ছবিতে তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে।
সূত্রঃচ্যানেল আই অনলাইন