করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২০২ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনের। আর মারা গেছে ৪ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪১২টি। আরও ৩ হাজার ২৯৮ জনের সুস্থ হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।