ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই উয়েফা নেশন্স লিগের ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন তিনি।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বৃহস্পতিবার জানান, বুধবার পগবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। পরদিন সকালে ফল আসে পজিটিভ।
২৭ বছর বয়সী মিডফিল্ডারকে এখন ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন রেন এর ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদোয়ার্দো কামাভিঙ্গা। আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনের মাঠে এবং এর তিন দিন পর নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।