বৈশ্বিক করোনা পরিস্থিতিতে টাঙ্গাইলের দেড় লাখ তাঁতী বেকার হয়ে পড়েছে। অনেকের ঘরে খাবার নেই। কেউ কেউ বেছে নিয়েছে দিনমজুরিসহ অন্যান্য পেশা। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া তাদের পক্ষে ঘুর দাঁড়ানো সম্ভব নয়।
এখন আর সেই খটখটির আওয়াজ নেই টাঙ্গাইলের তাঁত পল্লীতে। দূর থেকে আসছে নীরব কান্না। গত চার মাস ধরে তাঁত বন্ধ। বন্ধ রয়েছে ক্রয়বিক্রয়। আয় উপার্জন বন্ধ। শুধু তাঁত শ্রমিক নয়, তাঁতের মালিকরাও এমন পরিস্থিতির মুখে পড়েননি এ যাবতকালে। এনজিও, ব্যাংক ঋণের কিস্তি বন্ধ থাকলেও সুদ বাড়ছে হুড়হুড় করে।
এদিকে জেলায় দেড় লাখ তাঁতীর সাথে সম্পৃক্ত রয়েছে আরও বিভিন্ন পেশার কয়েক লাখ মানুষ। তাঁতীদের পদচারণায় যে বাজার গুলো সব সময় ছিল লোকে লোকারণ্য। এখন সেই বাজার গুলো খা খা করছে ক্রেতা শূন্যতায়।
তাঁত শ্রমিকরা জানান, গত ঈদেও তাঁত শ্রমিকের ঘরে আসেনি আনন্দ। কোরবানী ঈদ সামনে। বাচ্চাদের নতুন কাপড় দেবেতো দূরের কথা, দু’বেলা মুখে আহার যোগার করতেই যেন রীতিমত যুদ্ধ করতে হচ্ছে।
তাঁতি সম্প্রদায়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁতিদের কল্যাণে আর্টিজেন ওয়েল ফেয়ারের মাধ্যমে সরকারি প্রনোদনার সুবিধা পৌঁছে দিতেন তাদের মাঝে। তারই কন্যা এখন সরকার প্রধান। বৈশ্বিক করোনার ক্ষতি পুষিয়ে নিতে তিনিও তাঁতীদের সহজ শর্তে ঋণ ও শ্রমিকদের প্রনোদনার আওতায় আনবেন এমন প্রত্যাশা তাঁতীদের।।