বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী সিরাজগঞ্জের নাছির উদ্দিন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) সফিকুল ইসলাম।
তিনি বলেন, সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।