টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ৪০ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে এলেঙ্গা-জামালপুর মহাসড়কের কালিহাতী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, দ্রুতগামী পরিবহনের চালক শাহীন, অর্কিড এলিগেন্স পরিবহনের চালক মিন্টু, যাত্রী কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল হামিদ তালুকদার (৬০) ও নাজমুল। গুরুতর আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, জামালপুরমুখী অর্কিড এলিগেন্স পরিবহনের বাসটি এবং ঢাকামুখী দ্রুতগামী পরিবহনের বাসটি ঘটনাস্থল কালিহাতী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে তৃতীয় একটি পরিবহনকে অতিক্রম (ওভারটেক) করার সময় অর্কিড এলিগেন্স বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরসহ দুই বাসের ৪০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় এলেঙ্গা-জামালপুর মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সাহেদুর রহমান জানান, বাস দুর্ঘটনার ঘটনায় হাসপাতালের জরুরী বিভাগে ৪০ জন আহত রোগী আসেন। আমাদের সকল চিকিৎসক, সেবিকা সম্মিলিত প্রচেষ্টায় তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তিনি আরও জানান, গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে জানান, অর্কিড এলিগেন্স পরিবহনের বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জে যাচ্ছিল। বিপরীতমুখী দ্রæতগামী পরিবহনের বাসটি গোপালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় কালিহাতী বিদ্যুৎ অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হলেও কেউ নিহত হয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারের যানজটের তৈরি হয়। টাঙ্গাইল থেকে রেকার এনে বাস দুটিকে মহাসড়ক থেকে সড়িয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।