টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয়জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ মে) ভোরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারামারুয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীতে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
অর্থদন্ডে দণ্ডিতরা হলেন, উপজেলার চর দূর্গাপুর গ্রামের রকিবুলের ছেলে রাসেল (১৮), ভূঞাপুর উপজেলার কুরবান আলীর ছেলে শরিফুল (৩৮) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাথরাইল গ্রামের আলমগীরের ছেলে মো. হাফিজুল (২০), একই এলাকার ওমর আলীর ছেলে ওসমান গনি (২৫), চাঁন মিঞার ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও শাহাজাদপুর উপজেলার বড় বিন্নাদাউড় গ্রামের হানিফের ছেলে শরিফ (৩১)।
সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এ বিষয়ে জানান, শনিবার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নিউ ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ছয়জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আমাদেরকে সহযোগিতা করেছে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারগুলো পানি উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।