বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পলায়নে পরিবতির্ত পরিস্থিতিতে টাঙ্গাইলের কালিহাতীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে সর্ব্বোচ্চ সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন উপজেলা বিএনপি, জামায়াত, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় পার্টি।
মঙ্গলবার ৬ আগস্ট রাত সাড়ে সাতটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এক বিশেষ সভায় কালিহাতীর দায়িত্বপ্রাপ্ত মেজর মো. মেহেদী হাসান এ সহযোগিতার আহ্বান জানান। এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম- সম্পাদক মাসুদুর রহমান বালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা; জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বাকীবিল্লাহ, এলেঙ্গা সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান ও কোকডহড়া ইউনিয়ন আমীর মো. শাহ আলম মিয়া; উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি ইথার সিদ্দিকী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরিদ, জেলা ছাত্র আন্দোলনের সাবেক নেতা রবিন হাসান ও উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ; উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুজামান মতিন ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের মানিক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার প্রমুখ।