টাঙ্গাইলের কালিহাতীতে মজিদ মাতুব্বর (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ১৪ বছর বষসী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। রমজানের কয়েক দিন আগে উপজেলার পারখী ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিদ মাতুব্বর একই এলাকার মৃত আফাজ উদ্দিন সিকদারের ছেলে। অভিযুক্ত ও ভুক্তভোগী কিশোরী সম্পর্কে প্রতিবেশী নানা-নাতনি। ভুক্তভোগী কিশোরী প¦ার্শবর্তী এলাকার একটি দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীর ছাত্রী। এঘটনায় কিশোরীর বাবা আজ বৃহস্পতিবার কালিহাতী থানায় মামলা করলে দুপুরে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী, মা স্বপ্না বেগম ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মজিদ ওই কিশোরীকে পাত্র দেখানোর কথা বলে টাঙ্গাইলে নিয়ে যায়। টাঙ্গাইল থেকে মধুপুরেও নিয়ে যায়। মধুপুর থেকে গ্রামে ফিরে মজিদের শ্যালকের বাড়িতে টয়লেটে বোরকা ছিড়ে এঘটনাটি ঘটায়। ৩/৪ দিন পরে চাচাতো ভাইয়ে স্ত্রী তানিয়ার কাছে ওই কিশোরী ঘটনাটি জানায়।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা অভিযোগ করেছেন, গত সোমবার একটি সালিশ বৈঠকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাঁচাপার চেষ্টা করা হয়। এতে জনমনে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, গত সোমবার স্থানীয় মাতাব্বর লেবু মিয়ার মধ্যস্থতায় সাত্তার তালুকদারের সভাপতিত্বে মুক্তা আলী, খান বাহাদুর, লেবু মিয়া ও জুলহাসসহ ৫জন মাতাব্বর একটি সালিশ করেন। সালিশে জুড়ি বোর্ড মজিদকে ৩লাখ টাকা জরিমানা ও ৬০ শতাংশ জমি ভুক্তভোগী কিশোরীর নামে লিখে দেয়ার সিদ্ধান্ত দেয়। মাতাব্বররা জরিমানার টাকা এক মাসের মধ্যে দেয়ার সিদ্ধান্ত দিলেও জমি লিখে না দেওয়ায় ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা যায়। নাম না প্রকাশ করার শর্তে সাবেক এক জনপ্রতিনিধি জানান, সালিশে অভিযুক্ত আব্দুল মজিদ মৌখিকভাবে তাঁর দোষ স্বীকার করলেও ভুক্তভোগীরা জরিমানার টাকা ও জমি কিছুই পায়নি।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, এ বিষয়ে কিছু জানিনা। কোনও পক্ষ আমার কাছে আসেনি, লোকমুখে ঘটনা শুনেছি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়ে আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।