দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন এস.এ.এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী)। আনারস প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯১০। আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই। তিনি জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি)। আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান দিপুল ৩৮ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। মাহমুদুল হাসান দিপুলও লতিফ সিদ্দিকীর অনুসারী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন বৃষ্টি ৫৩ হাজার ৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ফাতেমা খাতুন বৃষ্টি সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর অনুসারী।
চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৪৫ হাজার ৬৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। ৬ হাজার ৭৯৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসমত আলী। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ২৯ হাজার ৪৪৫ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন মো. আব্দুল্যাহ সরকার। টিউবওয়েল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান পেয়েছেন ২৬ হাজার ৫৩৯ ভোট। উড়োজাহাজ প্রতীকে মো. আব্দুল বারেক পেয়েছেন ৩ হাজার ৭৫৫ ভোট ও বই প্রতীকে মো. জমির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৭২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সদস্য রিনা পারভীন ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন।
মঙ্গলবার রাত ১১ টায় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
২১ মে মঙ্গলবার কম সংখ্যক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন সম্পন্ন হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হলেও উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। দুপুর ১২ টায় ছাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে এক কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে প্রিজাইডিং অফিসার।
২টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১১৫ টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৪৩২, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৩৩ ও তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন দুই জন। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৬৭জন। ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করেছেন ১০ জন প্রার্থী।