টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে বারোটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয় আরো তিনজন। নিহত ট্রাক চালক ঢাকার ধামরাইয়ের ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান এবিষয়ে জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা নামক স্থানে উত্তরাঞ্চলগামী পোল্ট্রি ফিড বোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক রুবেল মারা যায়, আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।