টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ঢুকে ৩ নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৬ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রিয়া (১৯), তার মা রহিমা (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও মামাতো বোন অন্তি (১৮)।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত রহিমা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত রিয়াদুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শিশির নামের তাদের এক স্বজন।
আহতদের স্বজনেরা জানান, আহত রিয়ার সাথে কিছুদিন আগে টাঙ্গাইল সদরের নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিলো। অল্প কয়েকদিন আগে তাদের ডিভোর্সও হয়, এরপর থেকেই নাজমুল তাদের হুমকি দিয়ে আসছিলো। রাত ৮টার দিকে নাজমুলসহ প্রায় ৯জন ৩টি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৪জনকে জখম করে। এসময় তাদের চিৎকারে স্থানীরা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।