টাঙ্গাইলের কালিহাতীতে নৌকা ভ্রমণ থেকে ফেরার পথে পড়ে নিখোঁজ হওয়া যুবক শাকিল রব্বানীর (১৯) লাশ ১২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার রতনগঞ্জ সিএনজি স্টেশন সংলগ্ন বংশাই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামের আব্দুর রউফ রব্বানীর ছেলে।
জানা যায়, প্রায় ২৫ জন বন্ধু মিলে রোববার সকালে রামপুর থেকে নৌকাযোগে সখিপুর উপজেলার বহেড়াতৈল এলাকার নকিল বিলে ভ্রমণে যায়। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে উপজেলার রতনগঞ্জ সিএনজি স্টেশন এলাকায় পৌঁছলে রাত ৮ টার দিকে হঠাৎ নৌকা থেকে পড়ে যায় শাকিল। তখন বন্ধুরা নদীতে নেমে খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, রাত হয়ে যাওয়ায় সকালে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে তাঁর লাশ নদী থেকে উদ্ধার করে।
এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।