টাঙ্গাইলের কালিহাতীতে দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার আসামি নাতি মফিজুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার কালিহাতী-ধনবাড়ি আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরী আসামী মফিজুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মো. তানভীর আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে পুলিশ গত বুধবার বিকালে অভিযান চালিয়ে উপজেলার মুন্দইল থেকে আসামি মফিজুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। হত্যাকান্ডের ঘটনার পর থেকে আসামি মফিজুল পলাতক ছিল। মফিজুল এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামের ফারুকের ছেলে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা আনছের আলীর মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে নাতি মফিজুল। এতে মাথা থেঁতলে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন সোমবার ১৮ ডিসেম্বর নিহত আনছের আলীর মেয়ে নুরবানু বাদী হয়ে ভাতিজা মফিজুলকে আসামি করে মামলা করেন।