টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল আটটায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের মৃত নুরু শেখের ছেলে আফজাল হোসেন (৬০) ও আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫৫)। নিহতরা সম্পর্কে একে অপরের খালাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব পারভেজ ও নিহতদের স্বজন আব্দুল লতিফ।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর খেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব পারভেজ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।