টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতায়িতের ফলে হার্ট অ্যাটাকে বেকু চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত রবিবার রাত সাতটায় উপজেলা সদরের ঝগড়মান চুইনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেকু চালক পাবনা জেলার আমিনপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের নাঈম শেখের ছেলে আরিফ (২৬)। স্থানীয় ব্যবসায়ী মশিউর রহমান জানান, স্থানীয় একটি বাড়িতে মাটি ভরাটের কাজ শেষে বেকুটি বেকু পরিবহনের একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় বিদ্যুতের তার উঁচু করে ধরতে উপরে উঠেন বেকুর চালক। তার উচু করে নিচে নেমেই মাটিতে লুটিয়ে পড়েন চালক।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উবায়দুর রহমান ইয়ামিন জানান, মৃত অবস্থাতেই বেকু চালককে হাসপাতালে আনা হয়। বিদ্যুতায়িতের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেকু চালকের মৃত্যু হয়।