টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। কালিহাতী উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মিসবাহ উদ্দিন আহমেদ সোমবার রাতে এ দুটি ইউপির বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোহরাব আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৯০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৫৮৪ ভোট।
উল্লেখ্য, ছোহরাব আলী বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সম্প্রতি বহিষ্কৃত সভাপতি, মোঃ আব্দুল খালেক সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সেলিম শিকদার উপজেলা যুবলীগের সম্প্রতি বহিষ্কৃত সহসভাপতি।
অপরদিকে পারখী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী লিয়াকত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৫২ ভোট।
সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।
উল্লেখ্য, নির্বাচনে একজন বিচারিক ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি, ডিবি র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।