আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণমিছিল করেছে মিন্টু সরকারের সমর্থকরা।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটিতে বিপুল সংখ্যক আওয়ামীলীগ ও মিন্টু সরকারের সমর্থকরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিন্টু সরকার করোনা মহামারী ও বন্যা কালীন সময়ে কালিহাতী পৌরসভার মানুষের পাশে ছিলেন। জনপ্রিয়তা যাচাইপূর্বক ও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে মিন্টু সরকারকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি করেন তারা।
উল্লেখ্য, মিন্টু সরকার উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহŸায়ক, কালিহাতী পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানের জেষ্ঠ্য ছেলে, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান সুমনের বড় ভাই।