আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী।
মঙ্গলবার বিকেলে পৌরসভার মুন্সিপাড়া হাটখোলা প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে আসলাম সিদ্দিকী কালিহাতী পৌরসভার জনসাধারনের সমর্থন কোন মনোনয়ন প্রত্যাশীর বেশি তা যাচাইপূর্বক মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবী জানান। মিছিলে অংশগ্রহনকারী সবাই কালিহাতী পৌরসভার নাগরিক ও ভোটার বলে উল্লেখ করলেও গণমিছিলে অংশগ্রহন করতে এলেঙ্গা থেকে আসেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাওন, তার এলাকা হতে এক পিকআপ অপ্রাপ্তবয়স্ক বন্ধুদের সাথে আসেন বলে এ প্রতিবেদককে জানান। আরো লক্ষ্য করা গেছে মিছিলটিতে স্বাস্থ্যবিধিও মানা হয়নি।