টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার প্রয়াত দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নান এর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার আব্দুল মান্নান এর সমাধিতে পুষ্পস্তক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌরসহরের ২৯ কোনাবাড়ি এলাকাবাসীর উদ্যোগে তাহার নিজ বাড়িতে (২৮ আগস্ট) রবিবার বিকেলে তাহার নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে , দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু ইসা মুনিম, উপজেলা শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, টাঙ্গাইল জেলা সমিতির সহ-সভাপতি খোরশেদুজ্জামান মন্টু, মো. শাহজাহান ভিপি, হাবিবুর রহমান হাবিব, দুলাল হোসেন রাবন সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।