টাঙ্গাইলের গোপালপুরে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ৭২ টি চায়না জাল (আনুমানিক মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা) জব্দ করে বিনষ্ট করা হয়, এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার বিকেলে আলমনগর ইউনিয়নের নবগ্রাম ঝিনাই নদীতে ও আশেপাশের বিল এলাকায় অবৈধ চায়না জাল বিনষ্ট ও সচেতন মূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম, গোপালপুর থানা পুলিশের পুলিশ সদস্য বৃন্দ ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।