টাঙ্গাইলের গোপালপুরে ছড়িয়ে পড়েছে গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজ, মারা যাচ্ছে গরু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি দপ্তরের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিকার ও নিয়ন্ত্রণে মতবিনিময় সভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেতের সভাপতিত্বে বুধবার (২ আগস্ট) সকাল দশটায় আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রানা মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে মতবিনিময় সভা ও ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করেন। ভ্যাক্সিন প্রদান ও কৃষকের সাথে মতবিনিময় সভা আয়োজনে তাগিদ দেন তিনি।