“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের এর আয়োজনে (৩০ সেপ্টেম্বর) সোমবার সকালে উপজেলা চত্বরে এক র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার জুলফিকার হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, গোপালপুর থানার তদন্ত অফিসার মামুন ভূঁইয়া, সেনা কর্মকর্তা গোপালপুর এর দায়িত্বে ক্যাপ্টেন মেহেদী হাসান, পাট বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল বাশার, উপজেলার যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, নগদা সিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের রোমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।