“আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় বিমা দিবস পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গোপালপুর সার্ভিসিং সেল কার্যালয় থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরিফ আব্দুল বাসেত, সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক আসাদুজ্জান সোহেল, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হোসনেআরা, মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আলহাজ আজমল আলী খান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গোপালপুর সদর সার্ভিসিং সেলের ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ জালাল উদ্দিন, এজিএম সেলিম হোসেন ও সাজেদা খাতুন, ব্রাঞ্চ ম্যানেজার শাহনুর আহাম্মেদ সোহাগ, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, হাফিজা পারভীন, সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও প্রগতির ইউনিট ম্যানেজার খন্দকার শরিফ, আঃ করিম, শামছুল আলম তালুকদার, খাইরুল ইসলাম, দীনা খাতুন, মনিজা খাতুন, আল্পনা খাতুন প্রমূখ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মাস এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।