বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাবেক মন্ত্রী মো. আব্দুস সালাম পিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ভগ্নিপতি, নলিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এর সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব গোলাম আম্বিয়া মানিক তালুকদার, মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটে ঢাকার ইবনেসিনা হাসপাতাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ বাদ জোহর নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষ নলিন তালুকদার বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে বয়স ছিল (৭৫) বছর, তার মৃত্যু কালে স্ত্রী সহ ৪টি ছেলে ও ১টি মেয়ে আর অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তাহার মৃত্যুতে গোপালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গুলো ও নলিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।