টাঙ্গাইলের গোপালপুরে সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী ফুটবল একাডেমী বনাম বাংলাদেশের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচ উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাহবুব হাসান সুমন, মো. রফিক, মো. জুয়েল ।
খেলায় ৩-০ গোলে ভারতের কল্যাণী ফুটবল একাডেমীকে গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমী পরাজিত করে ।