গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চারটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে শুক্রবার (৮সেপ্টেম্বর) পৃথক পৃথক সময়ে এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
রাস্তাগুলো হলো- হাদিরা ইউনিয়নের হাবিবপুর-সেনেরচর রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০৫-৫০০মিঃ), ছাত্তারকান্দি মোড় হতে হারুর বাড়ী পর্যন্ত এক হাজার মিটার রাস্তা পাকাকরণ, সেনেরচর শাহসুফী আলিম মাদরাসার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও হাদিরা বাজার-বন্দ আজগড়া পর্যন্ত এক হাজার মিটার রাস্তার উন্নয়ন।
একই সাথে সেনেরচর ব্রীজের ভাঙ্গা অংশ দ্রুত মেরামত করার নির্দেশনা, চর সাত্তারকান্দি শাহসুফী জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর মসজিদটির উন্নয়নে নগদ এক লক্ষ টাকা ও একটি সাবমার্সিবল টিউবওয়েল প্রধান করেন স্থানীয় এ সংসদ সদস্য।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদা শিমলা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলম মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।