টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের স্মরণ সভা করা হয়েছে। মরহুমের দ্বিতীয় মিত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে আব্দুল কাদের তালুকদার স্মৃতি সংসদ এ স্মরণ সভার আয়োজন করেন। হাদিরা ইউনিয়নের চাতুটিয়া শেখ রেহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভায় বীরমুক্তিযোদ্ধা জিএম হায়দার ভুলু সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন, মরহুম আব্দুল কাদের তালুকদারের পুত্র রাহাত তালুকদার।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি ছোট মনির মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য, জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও হাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।