টাঙ্গাইলের গোপালপুরে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার কত রাত্রি ১৭ জানুয়ারি বুধবার রাত ১০:১৫ মিনিটের দিকে নিজ গ্রামের বাড়ি শাখারিয়াতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এবং রাষ্ট্রীয় মর্যাদা ও সালাম শেষে দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি শাখারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
তাহার মৃত্যুকালে বয়স ছিল ৭৫বছর, মৃত্যুকালে স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
উক্ত জানাজার অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ঢাকা মিডফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার রফিকুল ইসলাম, গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবীব, আরো উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।