টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের খন্ড খন্ড রেলি নিয়ে গোপালপুর সরকারি কলেজে সমবেত হয়। গোপালপুর সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে গোপালপুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য রেলি শেষ হয়।
গোপালপুর উপজেলা শ্রমিক লীগ ও বিভিন শ্রমিক সংগঠনের আয়োজনে, পহেলা মে সোমবার দুপুরে গোপালপুর সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরে সংসদ সদস্য এমপি ছোট মনির, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ, হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিক বৃন্দ।