টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যু, গোপালপুর পৌরসহরের সুতি পলাশ গ্রামের ইসমাইল হোসেন এর কলেজ পড়ুয়া ছেলে মোহাম্মদ মাহফুজ (১৮)
জানা যায় মধুপুরে মার্কেট করতে গিয়ে গোপালপুর ফেরার সময় দুপুর ১:০০ টার দিকে শাজাহানপুর নামক স্থানে পার্শ্ববর্তী আরও একটি মোটরসাইকেলের সাথে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন জানান তারা মোটরসাইকেল চালানোর সময় রেসলিং ও ওভার স্পিড মোটরসাইকেল চালাচ্ছিল, পার্শ্ববর্তী একটি গাছের সাথে লেগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যুবরণ করেন এ বিষয়ে আইনি প্রক্রিয়া রয়েছে।